- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : অবৈধভাবে মানি এক্সচেঞ্জ ব্যবসা করার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি)। এসময় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। ১৭ জানুয়ারি মঙ্গলবার রাতে সিআইডি সদর দপ্তরের মিডিয়া উইং থেকে জানানো হয়, এ বিষয়ে বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
এর আগে মঙ্গলবার দুপুরের পর সিআইডির একাধিক দল গুলশান, উত্তরা, মতিঝিল, আশকোনার মানি এক্সচেঞ্জসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান শুরু করে । এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিজেদের ইচ্ছামতো ডলারের দাম কমানো বা বাড়ানো এবং অবৈধভাবে বিদশি মুদ্রা মজুদ করে রাখার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মানি এক্সচেঞ্জের মালিক, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা