দেশকন্ঠ প্রতিবেদন : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন বছরের প্রাথমিকের বই বিক্রির অভিযোগে কদমতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। বিচারক রাহেলা পারভীন শুনানি শেষে শিক্ষকের পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলার ভিত্তিতে পুলিশ আয়েশা আক্তারকে গ্রেপ্তার করে। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বাদী হয়ে আয়েশা আক্তারের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন।
মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জের মা ফিলিং স্টেশনের কাছে একটি ভ্যান গাড়ি থেকে প্রাথমিকের কয়েকটি শ্রেণির ৩৯৪টি বই উদ্ধার করা হয়। ভ্যানচালক ছইদ হোসেনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিক্রেতা প্রধান শিক্ষক আয়েশা আক্তারের নাম বলেন। এরপর শায়েস্তাগঞ্জ থানার এসআই ছাইদুল ইসলাম প্রধান শিক্ষিকা আয়েশা আক্তারের বাড়িতে তল্লাশী চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে আরও ৯৬টি বই জব্দ করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা আক্তার জানান, গত ২৭ ডিসেম্বর রেলওয়ে কলোনি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষিত গোডাউন থেকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ৭৫২টি বই সংগ্রহ করেন তিনি। কিছু বিতরণ করার পর বাকি বইগুলো বিক্রির জন্য নিজের কাছে রাখেন। তিনি বই বিক্রির কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
দেশকন্ঠ/অআ