- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : রুশ রেড ক্রস সোসাইটি (আরআরসিএস) ইউক্রেন ও ডনবাস থেকে আসা ৬৬ হাজারের বেশি পুনর্বাসিত মানুষকে ১৮৫.৭ মিলিয়ন রুবেল (২.৭ মিলিয়ন ডলার) প্রত্যক্ষ কল্যাণ সহায়তা প্রদান করেছে। আরআরসিএস-এর চেয়ারম্যান পাভেল সাভচুক রবিবার ইজভেস্টিয়া সংবাদপত্রের ওয়েবসাইটে পোস্ট করা এক সাক্ষাৎকারে একথা বলেছেন। সাভচুক বলেন, ‘ভোরনেজ, কালুগা, কুরস্ক, বেলগোরোড, রাস্তভ, পেনজা, উলিয়ানভস্ক, তুলা, ভøাদিমির অঞ্চল ও মস্কোর ৬৬ হাজার জনেরও বেশি ব্যক্তিকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, বৃদ্ধ, গর্ভবতী নারী, প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার, একক পিতামাতা এবং অনেক-সন্তানের পরিবারকে ১৮৫.৭ মিলিয়ন রুবেল সহায়তা প্রদান করেছে।সাভচুক প্রদত্ত তথ্য অনুসারে, গত বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে রেডক্রসকে পাঠানো ৬ লাখ ৪০ হাজারের বেশি ব্যক্তির সাহায্যের আবেদন গ্রহন করা হয়। ২০১৪-২০১৫ সালে প্রায় ৪ লাখ মানুষ সাহায্য চেয়েছিলেন। অধিকাংশ শরণার্থী ও পুনর্বাসনকারীদের প্রায় ৬২ শতাংশের ব্যক্তিগত যত্নের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, পোশাক, খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তার প্রয়োজন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা