• রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
    ২৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ১৮:৪৬

অবৈধভাবে আনা গ্রিভেট বানরের ঠাঁই হলো সাফারি পার্কে

  • জাতীয়       
  • ২৫ জানুয়ারি, ২০২৩       
  • ৪৭
  •       
  • ২৫-০১-২০২৩, ০৯:১৭:২৪

দেশকন্ঠ প্রতিবেদন : পাচারকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া চারটি গ্রিভেট বানরের ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। তিনি জানান, গত রোববার (২২ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার দেশ মালি থেকে একটি কার্গো বিমানে করে গ্রিভেট বানর বাংলাদেশে নিয়ে আসে আবু বকর নামে এক ব্যক্তি। প্রাণীগুলোকে অবৈধভাবে আমদানি করায় কাস্টমস কর্তৃপক্ষ বানরগুলোকে জব্দ করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে হস্তান্তর করে। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বানরগুলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।
 
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাদের কাছ থেকে চারটি কেপোসিড মানকি বুঝে নেওয়া হয়েছে। বর্তমানে বানরগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নতুন পরিবেশে প্রাণীগুলোকে রেখে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।
 
গ্রিভেট বানরের প্রকৃতি, আচরণ ও জীবনকাল-
 
গ্রিভেট বা ক্লোরোসেবাস এথিওপস হল একটি পুরোনো বানর। যার মুখের পাশে লম্বা সাদা চুল রয়েছে। এই প্রজাতির বানরকে আইইউসিএন দ্বারা ন্যূনতম উদ্বেগ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গ্রিভেট প্রজাতির বানরের মুখের ত্বক, হাত এবং পা কালো। চোখের উপরে সাদা রেখা রয়েছে। এটির গালে লম্বা, সাদা কাঁটা রয়েছে। পেছনের পশম জলপাই রঙের, সামনের অংশ সাদা। পেটের ত্বকে একটি নীল আভা রয়েছে। পুরুষদের জন্য আনুমানিক মাথা এবং শরীরের দৈর্ঘ্য ৪৯ সেন্টিমিটার (১৯ ইঞ্চি) এবং মাদি বানরের ৪২.৬ সেন্টিমিটার (১৬.৮ ইঞ্চি)। পুরুষ বানরের লেজের দৈর্ঘ্য প্রায় ৩০-৫০ সেন্টিমিটার (১২-২০ ইঞ্চি)। শরীরের ওজন ৩.৪ থেকে ৮.০ কেজি পর্যন্ত হয়ে থাকে।
 
গ্রিভেট প্রজাতির বানরের প্রধান আবাসস্থল হল সাভানা বনভূমি। এটি হোয়াইট নীল নদের পূর্বে সুদান, ইরিত্রিয়া এবং ইথিওপিয়া থেকে রিফ্ট ভ্যালির পূর্বে। এটি জিবুতিতেও পাওয়া যায়। গ্রিভেটকে পানির উৎসের আশপাশে বসবাস করতে হয়, বিশেষ করে শুষ্ক মৌসুমে। এটি অনেক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। গ্রিভেট সকাল এবং সন্ধ্যায় সবচেয়ে সক্রিয় থাকে। এটি খাওয়ার জন্য দিনের বেশিরভাগ সময় মাটিতে থাকে এবং রাতে গাছে ঘুমায়। এর খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে বেশিরভাগ ফল, শাকসবজি।  কখনো কখনো ছোট স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড় এবং পাখি খাওয়া, যা এটিকে সর্বভুক করে তোলে।
 
প্রজননের সময় মাদি বানরের ভালভা ফুলে যাওয়া পুরুষদের সতর্ক করে। একবারে একটি শিশুর জন্ম দেওয়া সাধারণ এবং গর্ভাবস্থায় সাধারণত ২-৩ মাস স্থায়ী হয়। যখন শাবকের জন্ম হয়, তখন মা শাবককে পরিষ্কার করে এবং নাভি কামড় দিয়ে কেটে দেয়। তরুণদের গোলাপি মুখ এবং কালো চুল হয়। প্রথম কয়েক মাস শাবক তার মায়ের খুব কাছাকাছি থাকে, ৬ মাস পর দুধ ছাড়ানো হয়।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।