• রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
    ২৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ১৮:৫৫

সাবেক ইউপি সদস্যের বাড়িতে মা-পুত্রবধূর মরদেহ ছেলে পুলিশ হেফাজতে

  • জাতীয়       
  • ২৬ জানুয়ারি, ২০২৩       
  • ৫২
  •       
  • ২৬-০১-২০২৩, ২২:৫০:৫০

দেশকন্ঠ প্রতিবেদন : বরিশালের বাবুগঞ্জে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে তার মা ও পুত্রবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দেলোয়ারের ছিলে সোলাইমান হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে হাসপাতালে ভর্তি দেলোয়ারের স্ত্রীকে নজরদারিতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, রহস্য উদঘাটনের জন্য তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেন বাবুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অলিউল ইসলাম। তিনি জানান, মামলা তদন্তের জন্য অনেককেই জিজ্ঞাসাবাদ করতে পারি। তারই অংশ হিসেবে দুপুর দেড়টার দিকে একজনকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে এসেছি।
 
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিক বলেন, মনিরা বেগম নামে ভর্তি রোগীকে আমরা বিষক্রিয়ায় আক্রান্ত হিসেবে চিকিৎসা দিচ্ছি। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত। ওই রোগীর জ্ঞান ফিরেছে এবং যে কারো সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলতে পারছেন। বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন মনিরা বেগমের সঙ্গে আমরা এখনো কথা বলতে পারিনি। চিকিৎসক সুস্থ বললে আমরা তার সঙ্গেও কথা বলবো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী মনিরা বেগমের ওখানে পুলিশ রাখা হয়েছে। তার সঙ্গেও আমরা কথা বলবো। দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। এদিকে নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মনিরা বেগম রহস্যজনক আচরণ করছেন। তিনি কখনো সংজ্ঞাহীন হয়ে থাকছেন আবার স্বাভাবিক আচরণ করছেন। তার সঙ্গে কথা বললে ঘটনার রহস্য পাওয়া যেতে পারে।
 
কর্মকর্তারা ঘটনার প্রাথমিক বর্ণনা দিয়ে বলেন, রাত ১১টার দিকে প্রতিবেশী এক নারী টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তখন তিনি বাড়ির মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির অবস্থান দেখতে পেয়ে ডাকাডাকি করেন। তবে ওই ব্যক্তি কোনো উত্তর না দিলে ওই নারী ঘরের ভেতর থেকে টর্চ লাইট আনতে যান। এসে ওই ব্যক্তিকে আর না পেয়ে নিজেদের গোয়ালঘরের দিকে যান। সেখানে গিয়ে গরুসহ সব কিছু ঠিকভাবে দেখতে পান। পরে ঘরে ফেরার সময় সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না আসায় তিনি ভয়ে চিৎকার দিলে আশপাশের বাড়ির লোকজনও সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা মিলে ঘরের ভেতর গিয়ে তিন নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। হাসপাতালের চিকিৎসক দুজন নারীকে মৃত বলে ঘোষণা করেন।
 
নিহত রিপা আক্তারের ফুফু সীমা বেগম দাবি করেছেন, রিপাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মূলত রিপার স্বামী সোলায়মান হোসেন এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। রিপার সঙ্গে স্বামী সোলায়মানের পারিবারিক ঝামেলা চলছিল। এ নিয়ে একবার সোলাইমান তার স্ত্রী রিপাকে ডিভোর্স দেয়। তবে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে পুনরায় কাবিন করে বিয়ে দেওয়া হয়। এরপরও দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। সীমা দাবী করেন, মূলত রিপাকে হত্যা করতেই পরিকল্পনা করা হয়। এক্ষেত্রে রিপার দাদি শাশুড়িকেও হত্যা করা হয় যেন কেউ সন্দেহ করতে না পারে। তাছাড়া গতকাল রাতে রিপার প্রতিবেশীরা এক যুবককে ঘরের সামনে দেখেন। কিন্তু চিনতে পারেনি। প্রতিবেশীদের দেখে সেই যুবক অন্ধকারে মিলিয়ে যান। আমার ধারণা সেই যুবকই হচ্ছে রিপার স্বামী সোলাইমান। তাছাড়া যেখান থেকে সিঁধ কাটা হয়েছে সেখান থেকে লোক উঠতে পারে না। কোনো লোক ওঠেনি। সিঁধ যেখানে তার ভেতরে ঘরের অংশে চৌকির নিচে মাকড়শার জাল রয়েছে। যদি কেউ ওই দিক দিয়ে ঢুকতো তাহলে সেগুলো ছিঁড়ে যেত।
 
প্রসঙ্গত, বুধবার (২৫ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভূতেরদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে তার মা ও পূত্রবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হওয়া তার স্ত্রী মিনারা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।