- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : পুলিশ বাহিনীকে দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা এখন উন্নয়নশীল দেশ। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেইসঙ্গে পুলিশ বাহিনীকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই।’ ২৯ জানুয়ারি রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রশিক্ষণের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক সফলতায় আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। তথ্য-প্রযুক্তির সফল্য তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়েছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি। বিশ্ব মন্দ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। এ জন্য উৎপাদন বাড়ানোর অনুরোধ জানিয়েছি।’পুলিশের অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘পুলিশ একটি মহান বাহিনী। এই বাহিনী যুদ্ধের সময় সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তোলে। ২৪ জন সদস্য শাহাদাতবরণ করেন।’তিনি বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা দেশে ফিরে এসে একে একে সব প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেইসঙ্গে তিনি পুলিশ বাহিনীকেও গড়ে তোলেন। বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ হবে- এটা ছিল তার স্বপ্ন। ’
সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীর বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘লুটপাট, বোমা হামলা, আগুন সন্ত্রাস- এগুলো দমনে পুলিশ বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করেছে। বোমাবাজি, মাদক নিয়ন্ত্রণে তাদের ভূমিকা প্রশংসনীয়। করোনাভাইরাসের সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে। এ জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বাহিনীকে।’‘যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশ বাহিনী মানুষের পাশে থাকে। শান্তি মিশনেও পুলিশের নারী সদস্যসহ সবাই প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন।’প্রধানমন্ত্রী বলেন, ‘মানিলন্ডারিং, সাইবার ক্রাইম- এগুলো দমনে আমরা ইতোমধ্যে নানান পদক্ষেপ নিয়েছি। আমরা উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বাহিনীর সদস্যদের উচ্চ শিক্ষারও ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা চাই, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে পেশাদারিত্বে সঙ্গে দায়িত্ব পালন করুক পুলিশ বাহিনী। ’
দেশকন্ঠ /এআর
পথরেখা : আমাদের কথা