দেশকন্ঠ প্রতিবেদন : চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। শনিবার (২৮ জানুয়ারি) রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান ও ৩ নম্বর ওয়ার্ডের লাখরাজপাড়ার নৌকার নির্বাচনী অফিসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নৌকার প্রার্থী। এদিকে রোববার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের বাতেন খাঁর মোড়ের প্রধান নির্বাচনী অফিস, উদয়ন মোড়, রেলগেট, বিদিরপুর, উদয় সংঘ মোড়, ফুড অফিস মোড়ের অফিস ভাঙচুর করার অভিযোগ করেছেন আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন। এ নিয়ে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে তার প্রধান নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন।
এসময় সামিউল হক লিটন অভিযোগ করেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে ২০-২২ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার প্রধান নির্বাচনী অফিসে হামলা চালায়। এসময় তারা কার্যালয়ের চেয়ার, টেবিলসহ নির্বাচনী সরঞ্জাম ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। এছাড়া রেলগেট মোড়ের নির্বাচনী অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা আমার ১৫টি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন এটা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে প্রত্যক্ষদর্শীরা ভাঙচুরকারীদের নাম বলেছে। আমি বিশ্বাস রাখতে চাই, রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।
দেশকন্ঠ/অআ