- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : 'তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ দিনব্যাপি তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।আজ সোমবার বেলা ১১ টায় এ মেলা উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আনোয়ার হোসাইন আকন্দ।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জেলা কমিটির সভাপতি জেড এম ফনকিীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউসুফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।মেলায় ৩২টি স্টলে সরকারি বিভিন্ন দপ্তর তাদের তথ্য সেবা প্রদান করে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা