• রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
    ২৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০৪:৪০

ঢাকা মেয়র কাপ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ৭২ নম্বর ওয়ার্ড

  • জাতীয়       
  • ০২ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৪৫
  •       
  • ০২-০২-২০২৩, ০৯:৪২:১৩

দেশকন্ঠ প্রতিবেদন : ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭২ নম্বর ওয়ার্ড। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে দক্ষিণ সিটির ৩৮ নম্বর ও ৭২ নম্বর ওয়ার্ডের মধ্যকার ফাইনাল খেলায় ৭২ নম্বর ওয়ার্ড বিজয় লাভ করে। ৩৮ নম্বর ও ৭২ নম্বর ওয়ার্ডের মধ্যকার ফাইনাল খেলায় ৭২ নম্বর ওয়ার্ড যথাক্রমে ২১-১৬ ও ২১-১৩ পয়েন্টে ৩৮ নম্বর ওয়ার্ডকে হারায়। এর আগে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার আবদুল মালেক ‘শাটল (ফেদার) সার্ভ’ এর মাধ্যমে ফাইনাল খেলার উদ্বোধন করেন। এ সময় মেয়র ব্যারিস্টার শেখ তাপস সাফল্যের সঙ্গে এবারকার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত করায় দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি এবং সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনকে ধন্যবাদ জানান। 
 
এর আগে মেয়র ব্যারিস্টার শেখ তাপস ৩৮ নম্বর বনাম ৬৩ নম্বর ওয়ার্ড এবং ৭২ নম্বর বনাম ৭৩ নম্বর ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলার ৩৮ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় জাকারিয়া ও ৭২ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ওয়াহিদুলের হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন। পরে ডিএসসিসি মেয়র ও অতিথিরা ফাইনাল খেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। ফাইনাল খেলার বিজয়ী দল ৩ লাখ টাকা এবং রানারআপ দলকে ২ লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। ফাইনাল খেলায় ৭২ নম্বর ওয়ার্ডের মিনহাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদসহ কমিটির অন্যান্য সদস্যরা, দক্ষিণ সিটি করপোরেশন এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫ জানুয়ারি ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। আগামী ২২ ফেব্রুয়ারি সমাপনী খেলা ও এবারকার আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে। ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন নিয়ে ৩য় বারের মতো আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।