- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতেই বিনিয়োগ ভবণ নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ ফেব্রুয়ারি রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অধিকতর বিনিয়োগ সেবা দেয়ার লক্ষ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্মাণ করা হয়েছে। আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই। তাই আমরা আলাদা একটি ভবন নির্মাণ করেছি। বিদেশিরা যেন এসে বিনিয়োগে আগ্রহী হয়।তিনি বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকার ৪ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিলাম। সেটা ২০০৯ এসে দেখলাম সেটা ৩ হাজারে নেমে গেছে। আমি জানি না এভাবে পিছনের দিকে কোন দেশ যায় কিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রয়মূল্য দিলে গ্যাস- বিদ্যুৎ পাওয়া যাবে। বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা বিবেচনা করে এগিয়ে যেতে হবে।এর আগে বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।উদ্বোধন শেষে অন্যদের সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাতসহ বেসরকারি খাতের অনেক উদ্যোক্তা।অনুষ্ঠানে সভাপতি হিসেবে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে অর্থনীতির চিত্র পাল্টে গেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন, করোনভাইরাস মহামারি ও পরবর্তী সময়ে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি অগ্রগামী হওয়ার অন্যতম কারণ ছিল বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রীর যথাযথ পরিকল্পনায় এসব উন্নয়ন সম্ভব হয়েছে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা