• সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
    ২৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ১০:৫৪

২০০১ সাল থেকে পৃথিবীতে সংঘটিত বড় ভূমিকম্পগুলো

  • জাতীয়       
  • ০৭ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৫৮
  •       
  • ০৭-০২-২০২৩, ১০:১০:০০

দেশকন্ঠ প্রতিবেদন : তুরস্ক ও সিরিয়ায় সোমবার আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এখন পর্যন্ত এ ভূমিকম্পে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত দুই যুগে পৃথিবীতে আঘাত হেনেছে এমন শক্তিশালী অসংখ্য ভূমিকম্প। কিছু কিছু কম্পন ছিল সাধারণের চেয়ে শক্তিশালী।
 
২০০০ সাল থেকে পৃথিবীতে সংঘটিত বড় ভূমিকম্পের তালিকা:
 
জুন ২২, ২০২২: এদিন আফগানিস্তানে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এতে প্রায় ১ হাজার ১০০ জন নিহত হন।
 
আগস্ট ১৪, ২০২১: উত্তর আমেরিকার দেশ হাইতিতে ২০২১ সালে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এতে প্রায় ২ হাজার ২০০ জন প্রাণ হারান।
 
সেপ্টেম্বর ২৮, ২০১৮: এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪ হাজার ৩০০ জন নিহত হন।
 
আগস্ট ২৪, ২০১৬: ইউরোপের দেশ ইতালিতে ২০১৬ সালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত হন।
 
এপ্রিল ২৫, ২০১৫: দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৯ হাজার মানুষ নিহত হন। ওই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে এটি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভূটান, চীনসহ আশপাশের প্রায় সব দেশে অনুভূত হয়েছিল।
 
আগস্ট ২, ২০১৪: চীনের ইউনান প্রদেশের ওয়েনপিংয়ে ২০১৪ সালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ৭০০ জন নিহত হন।
 
সেপ্টেম্বর ২৪, ২০১৩: দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ২০১৩ সালে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৮০০ জন নিহত হন।
 
মার্চ ১১, ২০১১: সে বছর জাপানে আঘাত হানে মহাশক্তিশালী ৯ মাত্রার ভূমিকম্প। সাগরের মাঝে হওয়া এ ভূমিকম্পের প্রভাবে সুনামির সৃষ্টি হয়। যা জাপান উপকূলে আঘাত হানে। ওই সুনামিতে প্রায় ২০ হাজার মানুষ মারা যান।
 
ফেব্রুয়ারি ২৭, ২০১০: লাতিন আমেরিকার দেশ চিলিতে ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ৫২৪ জন নিহত হন।
 
জানুয়ারি ১২, ২০১০: উত্তর আমেরিকার হাইতি ২০১০ সালেও আরেকবার ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল। সরকারি হিসাব অনুযায়ী, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এ কম্পনে প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
 
সেপ্টেম্বর ৩০, ২০০৯: ইন্দোনেশিয়ার সুমাত্রায় এ বছর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ১ হাজার ১০০ জন নিহত হন।
 
মে ১২, ২০০৮: চীনের সিচুয়ানে ২০০৮ সালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। এতে ৮৭ হাজার ৫০০ জন মারা যান।
 
আগস্ট ১৫, ২০০৭: একটি ৮ মাত্রার ভূমিকম্পে ২০০৭ সালে পেরুতে ৫০০ জন মারা যান।
 
মে ২৬, ২০০৬: ইন্দোনেশিয়ায় এ দিনে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৫ হাজার ৭০০ মানুষ প্রাণ হারান।
 
অক্টোবর ৮, ২০০৫: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ২০০৫ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৮০ হাজার মানুষ  প্রাণ হারান।
 
ডিসেম্বর ২৬, ২০০৪: ইন্দোনেশিয়ায় ২০০৯ সালের আঘাত হানে ৯ দশমিক ১ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্প। ওই কম্পনের প্রভাবে ভারত মহাসাগরে সুনামির সৃষ্টি হয়। ওই অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি দেশে সুনামি আছড়ে পড়ে। ভূমিকম্প ও সুনামিতে সে বছর ২ লাখ ৩০ হাজার মানুষ নিহত হন।
 
ডিসেম্বর ২৬, ২০০৩: ইরানে ২০০৩ সালের ভূমিকম্পে প্রায় ৫০ হাজার মানুষ নিহত হন।
 
মে ২১, ২০০৩: উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ২০০৩ সালে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার ২০০ জন মারা যান।
 
মার্চ ২৫, ২০০২: উত্তর আফগানিস্তানে ২০০২ সালে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ১ হাজার মানুষ নিহত হন।
 
জানুয়ারি ২৬, ২০০১: ভারতের গুজরাটে ২০০১ সালের জানুয়ারিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।