দেশকন্ঠ প্রতিবেদন : দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, রেলস্টেশনে যে পরিমাণ টিকিট বরাদ্দ থাকে তার মধ্যে ৫০ শতাংশ বিক্রি হয় অনলাইনে। যার ফলে কাউন্টারে এসে অনেকে টিকিট না পেয়ে ফিরে যান। আর এই সুযোগটি নেয় টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা। ট্রেন ছাড়ার সময় যত ঘনিয়ে আসে চক্রের মজুত করা কালোবাজারি টিকিটের দাম তত বাড়তে থাকে। চক্রটি সাধারণত দ্বিগুণ মূল্যে টিকিট বিক্রি করে থাকে। সুযোগ, সময় বুঝে অনেক ক্ষেত্রে তারা টিকিটের দাম আরও বাড়িয়ে দেয়।
টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা উত্তম দাসের নেতৃত্বে ও রেল কর্তৃপক্ষের একটি অসাধু চক্রের যোগসাজশে রাজধানীতে টিকিট কালোবাজারির একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। গ্রেপ্তাররা হলেন— ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা উত্তম দাস (৩২), মো. ইলিয়াস (৫৯), মো. শাহ আলম (৩৪) ও মো. খোকন মিয়া (৫৫)। এসময় তাদের কাছ থেকে ৪২টি কালোবাজারি টিকিট (৫৬টি আসন), তিনটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও ১৫০০ টাকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
দেশকন্ঠ/অআ