দেশকন্ঠ প্রতিবেদন : খুলনায় এক নারীকে ইটভাটায় রান্নার কাজের (চাকরি) কথা বলে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। গণধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। ভুক্তভোগীর বরাত দিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা আকবর হোসেন জানান, রোববার কয়রা থেকে এক নারীকে এক প্রতিবেশীসহ কয়েকজন ব্যক্তি ইটভাটায় রান্নার চাকরি দেওয়ার কথা বলে খুলনা শহরে নিয়ে আসেন।
সোমবার ভোরে জিরোপয়েন্ট ফাতেমাবাগ এলাকায় ওই নারীকে এনে একাধিক ব্যক্তি ধর্ষণ করেন। ভুক্তভোগী নারী জানিয়েছেন- চারজন ছিল। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ওসিসির ফোকাল পার্সন ডা. অঞ্জন কুমার চক্রবর্তী বলেন, ধর্ষণ করা হয়েছে- এমন এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেও ওই নারী একই তথ্য দিয়েছেন। আমরা হাসপাতালে তার দেখভাল করছি। ভুক্তভোগীকে কিছু পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আরও কিছু পরীক্ষা করা হবে। এ বিষয়ে হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এমন একটি সংবাদ শুনেছি। তবে নিশ্চিত নয়, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তবে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
দেশকন্ঠ/অআ