দেশকন্ঠ প্রতিবেদন : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেদারল্যান্ডসের টিউলিপ বাগান পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাচ নাগরিক আর্নো হ্যামেলিয়ার্স। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলিয়ার দর্জিপাড়ায় বাহারি রঙের টিউলিপ বাগান পরিদর্শন করেন তারা। তাদেরকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ফুলচাষি নারীরা। বাংলাদেশের মতো দেশে সীমান্ত অঞ্চলে এ রকম নেদারল্যান্ডসের নান্দনিক টিউলিপ ফুলের চাষ হতে দেখে অভিভূত হন তারা। এ সময় তারা এ অঞ্চলে টিউলিপ চাষের সঙ্গে সম্পৃক্ত ২০ নারীর সঙ্গে কথা বলেন। পরে ইএসডিও ও পিকেএসএপের উদ্যোগ পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান ও ড. আর্নো হ্যামেলিয়ার্স।
ডাচ রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান বলেন, বাংলাদেশের মতো জায়গায় এখানে টিউলিপের চাষ হচ্ছে দেখে আমি খুবই আনন্দিত। বিশেষত এ ফুলগুলো শীত প্রধান দেশগুলোতে হয়ে থাকে। সেখানে বাংলাদেশের মতো এক সীমান্ত এলাকায় যারা এই ফুল চাষ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন একতাবদ্ধ থাকে, যাতে তারা এ কাজ আরও ছড়িয়ে দিতে পারেন। ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে পিকেএসএফ ও ইএসডিওকে এ ফুল চাষের উদ্যোগ গ্রহণে বিশেষ ধন্যবাদ জানাই। আর্নো হ্যামেলিয়ার্স বলেন, বাংলাদেশের সীমান্ত এলাকা তেঁতুলিয়ার দর্জিপাড়ায় টিউলিপের বাগানে এসে খুব অভিভূত হয়েছি। যেন আমার নিজের দেশের চিত্র দেখতে পাচ্ছি। এখানে এসে খুব ভালো লেগেছে। এ সময় তিনি এখানে টিউলিপ চাষের সঙ্গে সম্পৃক্ত নারী চাষিদের সঙ্গে কথা বলেন ও তাদেরকে একত্রে থেকে কাজ করতে বলেন।
দেশকন্ঠ/অআ