দেশকন্ঠ ডেস্ক : জেলায় শিল্পের জিআইএস অনলাইন ডাটাবেজ তৈরি করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) জেলা কার্যালয়।এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় স্থানীয় সরকার উপ-পরিচালক মো. ইয়ারুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান মোছা. শরিফুন্নেছা (মিকি), শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম, আব্দুল হাকিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, উপ-ব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় সেলিনা রহমানসহ ঝিনাইদহ জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থার প্রধান, প্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল বারিক ডাটাবেজ কর্মসূচি সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় জানান হয়, শিল্পের জিআইএস ভিত্তিক অনলাইন ডাটাবেজ তৈরি হলে সরকারিভাবে দেয়া প্রণোদনা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তিতে এ ডাটাবেজের অন্তর্ভুক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য সুপারিশ করবে বিসিক, ডাটাবেজ তৈরি হলে শিল্পখাতের সব তথ্য অনলাইনে একই স্থান থেকে দ্রুত পাওয়া সম্ভব হবে।
দেশকন্ঠ/এআর