দেশকন্ঠ প্রতিবেদন : ‘বসন্ত আজ আসল ধরায়/ফুল ফুটেছে বনে বনে/শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন-বনে/ফুলগুলি হায় ঝরেছিল হিমেল হাওয়ার পরশনে/দখিন হাওয়ার হিল্লোলে আজ প্রিয়তমের স্পর্শ নে...।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বসন্তের পদধ্বনি, ভালোবাসা আর ফুল গেঁথেছিলেন এক সুতোয়। আবার আসছে বসন্ত, আসছে ভালোবাসার দিন। ঋতুরাজ বসন্ত শুরু আগামীকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)। ঋতুরাজ বসন্ত বরণে আনন্দে মাতবে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ। বাসন্তী রঙের শাড়িতে সাজবে তরুণীরা। মাথায় গুঁজবে বাহারি ফুল। একইসঙ্গে কাল বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর অন্যতম উপকরণ ফুল। প্রেমিক তার প্রেমিকাকে উপহার দেবে লাল গোলাপ।
আর এই দুইটি দিবস ঘিরে দেশের হাটবাজারে ফুলের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে শাহবাগের ফুলের বাজার। ব্যস্ত সময় পার করতে দেখা যায় এখানকার ফুল ব্যবসায়ীদের। এতে করে ফুল বেচাকেনার জন্য নির্ধারিত স্থানের সীমানা পেরিয়ে ফুটপাতেও নানা রঙের ফুল বিক্রি করতে দেখা যায়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতেও ফুলের পসরা সাজিয়ে রেখেছেন ভ্রাম্যমাণ ফুল বিক্রেতারা। বছরব্যাপী ফুল ব্যবসার প্রায় ৪০ শতাংশই বসন্ত ও ভালোবাসা দিবসে বিক্রি হয়ে থাকে বলে জানান ব্যবসায়ীরা। তারা আরও জানান, এ বছর গোলাপ একশ পিস একসঙ্গে বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩০০০ টাকায়। তবে এক পিস লাল গোলাপ কিনতে গেলেই গুনতে হবে ৫০ থেকে ১০০ টাকা। কয়েকদিন আগে ছিল ১৫-৩০ টাকা। তবে গোলাপ ছাড়া বাকি ফুলগুলোর দাম আছে আগের মতোই। গোলাপ ও গাঁদা ফুলের চাহিদা সবচেয়ে বেশি।
দেশকন্ঠ/অআ