দেশকন্ঠ ডেস্ক : ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণবাহী সৌদি বিমান অবতরণ করেছে। মঙ্গলবার দেশটির দ্বিতীয় নগরী আলেপ্পোতে বিমানটি অবতরণ করে। এক দশকেরও বেশি সময় পর, এই প্রথম সৌদি ত্রাণবাহি বিমান যুদ্ধবিধস্ত সিরিয়ায় পৌঁছলো। পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এএফপি কথা জানায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বিমানটি ৩৫ টন খাদ্য সহায়তা নিয়ে আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই ধরনের সর্বশেষ ফ্লাইট ২০১২ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ায় অবতরণ করেছিল।
সৌদি আরব ২০১২ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং যুদ্ধের আগের পর্যায়ে বিদ্রোহীদের সমর্থন দেয়। ৭.৮-মাত্রার ভূমিকম্পে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া ও প্রতিবেশী তুরস্কে ৩৫ হাজারের বেশি মানুষের প্রাণহানীর পর, এই সৌদি সাহায্যবাহী বিমানটি অবতরণ করল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বেশিরভাগ সরকার-নিয়ন্ত্রিত প্রদেশ আলেপ্পো খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২০০,০০০ এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। রিয়াদ দেশটির বিদ্রোহী-নিয়ন্ত্রিত ও সরকার-নিয়ন্ত্রিত উভয় এলাকায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
উত্তরণবার্তা/এআর