দেশকন্ঠ প্রতিবেদক : জীববৈচিত্র্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে হাতিরঝিলে পর্যায়ক্রমে ৫ হাজার হাঁস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এরই অংশ হিসেবে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার পুলিশ প্লাজা সংলগ্ন হাতিরঝিল অংশের দ্বীপে ৩০০টি হাঁস অবমুক্ত করে সংস্থাটি। এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, হাঁস ছাড়ার প্রধান উদ্দেশ্য হাতিরঝিলের সৌন্দর্যবর্ধন। যারা হাতিরঝিলে ঘুরতে আসবেন, কিংবা নৌকায় চলাচল করেন, তারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
তিনি বলেন, হাঁস রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পানির দুর্গন্ধ দূরীকরণসহ হাতিরঝিলে এ ধরনের আরও নানা উদ্যোগ নেয়া হচ্ছে। পর্যায়ক্রমে হাতিরঝিলে পাঁচ হাজার হাঁস ছাড়ার উদ্যোগ নিয়েছে রাজউক। এসব হাঁস দেখভালের জন্য জনবলও নিয়োগ দেয়া হবে। রাজউক চেয়ারম্যান বলেন, হাঁসের যত্ন নেয়ার জন্য নিয়োগ দেয়া হয়েছে বাড়তি কর্মী। পরিচ্ছন্নতা ও নিরাপত্তারক্ষীরাও থাকবে। তৈরি করা হয়েছে হাঁসের জন্য উপযোগী ঘর।
দেশকন্ঠ/এআর