দেশকন্ঠ প্রতিবেদন : কক্সবাজারে শহরের প্রধান সড়কস্থ ফায়ার সার্ভিস এলাকার হোটেল সী বার্ড থেকে এক নারীর মরদেহ মিলেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মরদেহটি উদ্ধারের কাজ করেছে পুলিশ। হোটেল রেজিস্ট্রারে দেওয়া তথ্য মতে, ওই নারীর নাম জেসমিন আক্তার। তার স্বামীর নাম মোস্তাফিজুর রহমান (২৭) ও বাড়ি বাগেরহাট জেলায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে থানা পুলিশকে জানানো হয়, হোটেল সী বার্ডে একজন নারীর মরদেহ রয়েছে।
খবর পেয়ে আমার নেতৃত্বে পুলিশের একটি দল হোটেলটির চার তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, গত ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই নারী ও মোস্তাফিজুর রহমান নামের একজন যুবক হোটেলে ওঠেন। কিন্তু এর মধ্যে বুধবার দুপুরের পর থেকে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখা যায়। বিষয়টি সন্দেহ হলে ৯৯৯ এ কল দেয় হোটেল কর্তৃপক্ষ। কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তালা ভেঙে মরদেহটি উদ্ধারের কার্যক্রম চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
দেশকন্ঠ/অআ