• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৭ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ২১:২৬

বুধবার ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু

দেশকন্ঠ ডেস্ক : প্লাস্টিক পণ্যের প্রসার ও রপ্তানি বাড়াতে আগামী ২২ ফেব্রুয়ারি বুধবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হচ্ছে।এবারের মেলায় বিশ্বের ২১টি দেশের ৪৯৪টি প্রতিষ্ঠান অংশ নেবে। মোট ৭৫০টি স্টলে দেশী-বিদেশী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি সামিম আহমেদ মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফেরদৌস ওয়াহেদ, বর্তমান সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সহসভাপতি কে এম ইকবাল হোসেন প্রমূখ।বিপিজিএমইর সভাপতি সামিম আহমেদ বলেন, প্লাস্টিক মেলার মাধ্যমে ক্রেতাদের মাঝে প্লাস্টিক পণ্যের পরিচিতি ঘটছে। প্লাস্টিক পণ্যে নতুন প্রযুক্তি সংযোজন ক্রমান্বয়ে বাড়ছে। বাড়ছে ভোক্তা সাধারণ। প্ল¬াস্টিক পণ্য দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী হচ্ছে। তিনি বলেন, এ ধরণের মেলা প্লাস্টিক পণ্যগুলিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরছে এবং বাজার সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই মেলায় অনেক স্পট অর্ডার, পণ্য বিক্রি এবং আধুনিক মেশিনারির জন্য যোগাযোগ স্থাপিত হবে, যা বাংলাদেশী প্লাস্টিক সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
 
বিপিজিএমইএ সভাপতি দেশীয় প্লাস্টিক শিল্পের নানা সাফল্যের চিত্র তুলে ধরে বলেন,বর্তমানে সামগ্রিক প্লাস্টিক রপ্তানির পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। গত অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি ছিল প্রায় ২০ শতাংশ। এই খাতে ১৩ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এছাড়া প্লাস্টিক শিল্প ‘লিংকেজ’ শিল্প হিসেবে অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। তিনি প্লাস্টিক পণ্যের রপ্তানি সম্প্রসারণে বন্ড ও ননবন্ড উভয় প্রতিষ্ঠানকে নগদ সহায়তা প্রদানের দাবি জানান। উল্লেখ্য, বর্তমানে শুধু নন বন্ড প্রতিষ্ঠান সরকারের তরফ থেকে ১০ শতাংশ নগদ সহায়তা পাচ্ছে।সংগঠনের সভাপতি প্লাস্টিক পণ্য রপ্তানির ক্ষেত্রে অনতিবিলম্বে ইউ ডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন) ইস্যু করার ক্ষমতা বিপিজিএমইএর অধীনে ন্যস্ত করার জোর দাবি জানান।তিনি জানান, প্লাস্টিক শিল্পের সব ধরনের টেকনোলজি মেলায় প্রদর্শিত হবে। এ মেলা থেকে দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারে ১৫তম প্লাস্টিক মেলায় চীন, ভারত, তাইওয়ানসহ মোট ২১টি দেশ অংশ নেবে। এতে মোট ৪৯৪টি কোম্পানির মোট ৭৫০টি স্টল থাকবে। চার দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
দেশকন্ঠ/এআর   
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।