- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধকালীন কিয়েভে সোমবার সকালে আকস্মিক সফরে যান। ওয়াশিংটনের বাইরে একটি ছোট বিমানে চড়ে সামরিক বিমানবন্দরে অবতরনের পর গভীর রাতে তিনি সফর শুরু করেন। মার্কিন প্রেসিডেন্টেরা সাধারনত ছোট বিমান আন্তর্জাতিক ভ্রমণে ব্যবহার করেন। বাইডেন সাধারণত যেখান থেকে চড়েন সেখান থেকে বেশ দূরে অবতরন করা হয়েছিল বিমানটিকে। একটি বিশদ বিবরণ: প্রতিটি জানালার ছায়া নীচের দিকে টানা হয়েছিল। পনেরো মিনিট পর বাইডেন, মুষ্টিমেয় কিছু নিরাপত্তা কর্মী, একটি ছোট মেডিকেল টিম, ঘনিষ্ঠ উপদেষ্টা এবং গোপনীয়তার শপথ নেয়া দুই সাংবাদিকসহ যুদ্ধ অঞ্চলের পথে রওনা হন। মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত গ্রহের সবচেয়ে ক্রমাগত যাচাই-বাছাই করা ব্যক্তি। সংবাদকর্মীরা বাইডেনকে অনুসরণ করেন। তিনি যেখানেই যান, চার্চ বা আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে। তিনি জনসমক্ষে যা বলেন তার প্রতিটি শব্দ রেকর্ড, প্রতিলিপি এবং প্রকাশিত হয়। যদিও এই ক্ষেত্রে রিপোর্টারদের স্বাভাবিক পুল, যা বিদেশ ভ্রমণের জন্য রেডিও, টিভি, ফটো এবং সংবাদ সংস্থার ১৩ জন সাংবাদিককে প্রেসিডেন্টের সফর সঙ্গী হবেন।
পথরেখা : আমাদের কথা