• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
    ১১ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ১০:২৩

করোনা সংক্রমণে শীর্ষে রাশিয়া, মৃত্যুতে জাপান

  • আন্তর্জাতিক       
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৩       
  • ৬৩
  •       
  • ২১-০২-২০২৩, ১৪:৪৫:৫৯

দেশকন্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৬ জন। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৮৭২ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯১ হাজার ৬৮৮ জন। মহামারী শুরুর পর থেকে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৮৫৬ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৬৫ কোটি ১৫ লাখ ৪৩ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়ায়। তাইওয়ান একদিনে শনাক্ত করা সবচেয়ে কাছের অবস্থানে রয়েছে। তবে ২৪ ঘণ্টায় মৃত্যুতে এশিয়ার শীর্ষ দেশ জাপান। দৈনিক সনাক্তকরণের নিরিখে দেশটি তৃতীয় স্থানে রয়েছে। রাশিয়ায় ১২ হাজার ৭৬ জন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৭১১ জন। এর মধ্যে মারা গেছেন তিন লাখ ৯৫ হাজার ৮২৯ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ ১৩ হাজার ২০৭ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ ১৩ হাজার ২০৭ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৫৬৪ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৩৭ হাজার ২১৬ জন। তাইওয়ানে সুস্থ হয়েছেন ৯৫ লাখ ২০ হাজার ২৯০ জন। জাপানে ২৪ ঘন্টায় ৫১ জন মারা গেছেন, যা দৈনিক মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ। দেশে নতুন করে সাত হাজার ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৬ জন। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৯৭ হাজার ৯৫২ জন এবং মৃত্যু হয়েছে ৭১ হাজার ৭৩৭ জন।
 
করোনায় আক্রান্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজার ৩৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪৭৪ জন। দেশে এখন পর্যন্ত ১০ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ২৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১১ লাখ ৪২ হাজার ৭০৪ জন।ইউরোপের দেশ ফ্রান্সে একদিনে ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং ৮৯৮ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৯০ হাজার ১৯০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৭৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ৫৯৯ জন। করোনাভাইরাস শনাক্তকরণের দিক থেকে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স।করোনায় আক্রান্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজার ৩৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজার ৩৫৭ জনকে শনাক্ত করা হয়েছে।রোমানিয়ায় একদিনে ৪ হাজার ১২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ২৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৬৭৫ জন। রোমানিয়ায় এখন পর্যন্ত ৩৩ লাখ ৩৫ হাজার ১৩১ জন আক্রান্ত হয়েছেন। দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ লাখ ৫৭ হাজার ৩৫৬ জন।এছাড়া ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় ৯ জন, ইরানে আটজন, ইন্দোনেশিয়ায় দুইজন, চিলিতে ১৭ জন, থাইল্যান্ডে আটজন, পেরুতে ১২ জন, ফিলিপাইনে ৯ জন, ডেনমার্কে তিনজন, হংকংয়ে তিনজন, সার্বিয়ায় আটজন, নিউজিল্যান্ডে চারজন, স্লোভাকিয়ায় তিনজন, ক্রোয়েশিয়ায় পাঁচজন, লেবাননে ছয়জন, বলিভিয়ায় তিনজন, সৌদি আরবে তিনজন, জাম্বিয়ায় তিনজন, মোজাম্বিকে পাঁচজনের মৃত্যু হয়েছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।