দেশকন্ঠ প্রতিবেদন : শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকেই ফুলে ফুলে সেজেছিল শহীদ মিনার। কিন্তু দুপুর পেরিয়ে বিকেল গড়াতেই অনেককেই জুতা পায়ে দেখা গেছে শহীদ মিনারের মূল বেদীতে। রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকে ভাষার জন্য এ দিনে প্রাণ দিয়েছিলেন। তাই এ দিনের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।
দুপুর পর্যন্ত শৃঙ্খলা মেনে ফুলেল শ্রদ্ধা জানালেও বিকেল গড়াতেই শহীদ মিনারের মূল বেদীতে জুতা নিয়ে অসংখ্য মানুষ প্রবেশ করেন। তাদের মূল উদ্দেশ্য, সেলফি বা ছবি তোলা। কেউ কেউ আবার ফুল দিতেও উঠছেন জুতা নিয়ে! মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনারে গিয়ে এমনটিই দেখা যায়। এছাড়া ভ্রাম্যমাণ দোকানে ছেয়ে গেছে পুরো শহীদ মিনার এলাকা। মিনার প্রাঙ্গণ ময়লা আবর্জনায় হয়ে গেছে পরিপূর্ণ। কারো কোনো তদারকি লক্ষ্য করা যায়নি। জুতা পায়ে শহীদ মিনারের মূল বেদীতে বাচ্চাদের ছবি তুলছিলেন আনোয়ার হোসেন। জানতে চাইলে প্রথমে ভুল হয়ে গেছে বললেও পরক্ষণেই বললেন, সবাইতো জুতা নিয়েই উঠেছেন!
দেশকন্ঠ/অআ