দেশকন্ঠ প্রতিবেদন : ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীদের নিরলস চেষ্টার পর প্রায় পৌনে ২ ঘণ্টা পর নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে গাজীপুরের টুকরো বা ঝুট কাপড়ের গুদামের আগুন। গাজীপুরের কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত আটটার দিকে গাজীপুর শহরের কোনাবাড়ি এলাকার নছর মার্কেটের ওই গুদামটিতে আগুন লাগে এবং কয়েক মুহূর্তের মধ্যে আশপাশের আরও ৪-৫টি গুদামে ছড়িয়ে পড়ে। প্রথম যে গুদামটিতে আগুনের সূত্রপাত ঘটেছিল, সেটির মালিক আবু বক্কর নামের এক ব্যক্তি। মো. মিরাজুল ইসলাম জানিয়েছেন, বুধবারের অগ্নিকাণ্ডে স্থানীয় ঝুট কাপড়ের ব্যবসায়ী আবু বক্কর, লুৎফর রহমান ও লিটনসহ মোট ৫ জনের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে আমরা আগুনের খবর পাই। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কাশিমপুর মিনি ফারয়ার স্টেশনের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয়দের সহায়তায় ফায়ার স্টেশনের চার ইউনিটের কর্মীরা ৯টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।’ ‘আগুনে বেশ কয়েকটি গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। রাত পৌণে ১১টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল।’ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
দেশকন্ঠ/অআ