• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৭ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ২১:১৫

এনইসি’তে ২২৭৫৬৬.০৯ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

দেশকন্ঠ ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আজ চলতি অর্থ বছরের জন্য ২,২৭,৫৬৬.০৯ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছে। এতে মূল এডিপি’র মোট বৈদেশিক উৎসের বরাদ্দ থেকে ১৮.৫০০ কোটি টাকা বাদ দেয়া হয়েছে। মোট আরএডিপি বরাদ্দের মধ্যে ১,৫৩,০৬৬.০৯ কোটি টাকা পাওয়া যাবে স্থানীয় উৎস থেকে। বাকি ৭৪.৫০০ কোটি টাকা পাওয়া যাবে বৈদেশিক উৎস থেকে। আরএডিপি’তে স্থানীয় উৎস থেকে প্রাপ্ত তহবিল অপরিবর্তিত থাকবে। এনইসি চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ নগরীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সংশোধিত এডিপি’তে সংশ্লিষ্ট স্বায়িত্বশাসিত সংস্থা ও কর্পোরেশনে সার্বিক বরাদ্দ ৮,৯৯৪.৫৮ কোটি টাকা অপরিবর্তিত রয়েছে। সেটা সমেত চলতি অর্থ বছরে আরএডিপি’র আকার দাড়াবে ২,৩৬,৫৬০.৬৭ কোটি টাকা। তিনি বলেন, আরএডিপি’তে প্রকল্পের সংখ্যা দাড়িয়েছে ১,৫২৫ টি। এর মধ্যে ১,৪১০টি বিনিয়োগ প্রকল্প এবং ১১৫টি কারিগরি সহায়তা প্রকল্প। তবে স্বায়ত্বশাসিত সংস্থা ও কর্পোরেশনের ১০২টি প্রকল্প যোগ করা হলে আরএডিপি’তে প্রকল্প সংখ্যা হবে ১৬২৭টি।  অন্যান্য বছরের ন্যায় এ বছরেও দেশের সম্পদ, বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে ২০২২-২০২৩ অর্থ বছরের সংশোধিত এডিপি প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
 
পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার বলেন, বরাদ্দ প্রদানের ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ খাত, দারিদ্র হ্রাসকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার দেয়া হয়েছে। তিনি জানান, আরএডিএপি’তে প্রায় ২১ টি মন্ত্রনালয় ও বিভাগে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং ৩৭ টি মন্ত্রনালয় ও বিভাগে বরাদ্দ কমানো হয়েছে। চলতি অর্থ বছরে প্রায় ৩৪৩টি প্রকল্প কাজ সম্পন্ন হবার কথা রয়েছে। সংশোধিত এডিপি’তে পরিবহন ও যোগাযোগ খাতে সবোর্চ্চ বরাদ্দ ৬১.৮১০ কোটি টাকা রাখা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানী খাতে ৩৮.৩১৭ কোটি টাকা, গৃহায়ন ও কমিউনিটি ফ্যাসিলিটিতে ২৫,৯৩৯ কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ২০.২৩১ কোটি টাকা, শিক্ষায় ১৮.৪৩১ কোটি টাকা, স্বাস্থ্যে ১২.৭৪৫ কোটি টাকা, পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ খাতে ১২.৬০০ কোটি টাকা, কৃষিতে ৯.৩৯৪ কোটি টাকা,শিল্পে ৪.৬৮৯ কোটি টাকা এবং ধর্ম সংস্কৃতি ও এন্টারটেইনমেন্ট খাতে ৪.২৭১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মন্ত্রনালয় ও বিভাগ ওয়ারি বরাদ্দের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগে সবোর্চ্চ বরাদ্দ ৩৯.৫৬৩ কোটি টাকা এবং এর পরেই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ২৯.৮৯৭ কোটি টাকা ও বিদ্যুৎ বিভাগে ২৫.২৪৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গর্ভণর, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।