দেশকন্ঠ প্রতিবেদন : দীর্ঘ ১৯ বছর পর শনিবার (৪ মার্চ) রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ খুশি রেলওয়ে ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৯ বছর পর আওয়ামী লীগের এই অন্যতম সহযোগী এ সংগঠন পাবে পূর্ণাঙ্গ কমিটি। এত বছর পর সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। কে হবেন রাজবাড়ী আওয়ামী যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ছাত্রলীগের সাবেক নেতারা কেন্দ্রে চালাচ্ছেন জোর তদবির। যুবলীগের কেন্দ্রীয় নেতাদের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন টাঙিয়ে তারা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। যুবলীগ নেতারা বলছেন, ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব চাইছেন তারা।
জানা যায়, রাজবাড়ী জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৬ সালে। এরপর ২০০৪ সালে ওই কমিটি ভেঙে দিয়ে জহুরুল ইসলামকে আহ্বায়ক এবং আবুল হোসেন ও শাহ মো. জাহাঙ্গীর জলিলকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এরপর আর কমিটি হয়নি। কেটে গেছে ১৯ বছর। কমিটির অনেকেই নিষ্ক্রিয়। কেউ কেউ চলে গেছেন রাজবাড়ীর বাইরে। বর্তমান কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম ব্যবসায়িক কাজে ঢাকায় থাকছেন দীর্ঘদিন যাবত। যুগ্ম আহ্বায়ক শাহ মো. জাহাঙ্গীর জলিল জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সাংস্কৃতিক সম্পাদকের পদ পেয়েছেন।
দেশকন্ঠ/অআ