দেশকন্ঠ প্রতিবেদন : চট্টগ্রাম নগরে কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নদীর বাংলাবাজার পিএস শিপিং থেকে শুরু হয়ে সদরঘাট সাম্পান ঘাট এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং, রাজীব হোসেন ও গালিব চৌধুরী।
জেলা প্রশাসন জানায়, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বৃহস্পতিবার সকালে অভিযানে নামে জেলা প্রশাসন। অভিযানে নদীর তীরবর্তী প্রায় ছয় একর সরকারি জমি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য শত কোটি টাকা। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমি যোগদানের পর থেকেই পাহাড়, নদীসহ সরকারি খাস জমি রক্ষায় উদ্যোগ গ্রহণ করি। এ লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশকন্ঠ/অআ