- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। ১০ মার্চ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৯ মার্চ বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বংশাল থানায় এ মামলা দায়ের করা হয়। তদন্তে কারো অবহেলা কিংবা গাফিলতির প্রমাণ পেলে তাকে গ্রেপ্তার করা হবে।থানা সূত্রে জানা যায়, তদন্ত করে দেখা হচ্ছে, ভবনের গ্যাস সংযোগ ও নকশাসহ কী কী গাফিলতি হয়েছে। ভবন মালিকসহ সংশ্লিষ্টদের কোনো দায় আছে কি না, তাও দেখা হচ্ছে।
এর আগে এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছিল পুলিশ। ওই মামলায় কাউকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়নি। মামলাটি এখনো থানা পুলিশ তদন্ত করছে। উল্লেখ্য, গত ৭ মার্চ মঙ্গলবার বিকেলে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস ডিপো সংলগ্ন ৭ তলা ভবনে বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সরকারের বিভিন্ন সংস্থা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে, ভবনের বেজমেন্টের নিচে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা