দেশকণ্ঠ প্রতিবেদক : ১৯ মার্চ রবিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। ইলশে গুড়ি বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। সম্ভাবনা আছে কালবৈশাখীরও। তবে কোথাও টানা বৃষ্টির শঙ্কা নেই, থেমে থেমে কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দুপুর পর্যন্ত আকাশ মেঘলা আকাশ আরও কিছু সময় থাকবে। দুপুরের পর মেঘ কেটে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ৪০ মিলিমিটার। ময়মনসিংহে বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার। মূলত পশ্চিমা লঘুচাপের কারনেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এখন প্রাক্ মৌসুমি বায়ুর সময় উল্লেখ করে আবহাওয়া অফিস বলছে, এখন মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়। এর পরের পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
দেশকন্ঠ/আসো