দেশকণ্ঠ প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্বাবধানে ২১ মার্চ মঙ্গলবার সকালে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ষষ্ঠ হতে অষ্টম, নবম হতে দশম ও একাদশ হতে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা ভাষা ও সাহিত্য, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে আলাদাভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসসাদিকজামান, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুহম্মদ নাজমুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারপাইজার জিনাত রেহেনা শারমীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
দেশকণ্ঠ/আসো