• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৭ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ১৯:২৬

রোজার আগে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উর্ধমূখী

দেশকণ্ঠ প্রতিবেদন : রোজার আগে হঠাৎ করেই দেশের বাজারে দাম বাড়ল পেঁয়াজের। চিনি, ছোলাসহ অন্যসব ভোগ্যপণ্যে দামও বাড়তির দিকে।  কমতিতে নেই লেবু, বেগুন ও সবজিতে।  রাজধানীর বাজারগুলো পর্যালোচনা করে জানা যায়, বর্তমানে বাজার যেন এক শ্রেণির ক্রেতার কাছে নিত্যদিনের হতাশার গল্প, আর এক শ্রেণির কিছুই যায়-আসে না। রোজা সামনে রেখে তবু বাধ্য হয়েই নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে ভোক্তার বাধ্য হয়েই।
 
বর্তমানে ব্রয়লার মুরগির কেজি ২৫০ টাকা ও সোনালি মুরগি পার করেছে ৩৫০ টাকা। অন্যদিকে গরুর মাংসের কেজি ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা ও খাসির মাংসের কেজি ১ হাজার টাকা থেকে ১ হাজার ১০০ টাকা। প্রকারভেদে লেবুর হালি ঠেকেছে ৩০ টাকা থেকে ৪০ টাকায় ও বেগুনের কেজি ৭০ টাকা। এদিকে ইফতারিতে প্রয়োজনীয় ছোলার কেজি ৯০ টাকা থেকে ১০০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা, ভারতীয় মসুর ডাল ১১০ টাকা, সয়াবিন তেলের লিটার ১৮৫ টাকা, প্রতি কেজি চিনির দাম ১১৫ টাকা থেকে ১২০ টাকা এবং খেজুরের কেজি ১৬০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা।
 
নাভিশ্বাস এক ক্রেতা বলেন, ‘জীবন বাঁচানোর তাগিদে মানুষ এখন বেশ কম করে পণ্য কিনছে। যেভাবে সবকিছুর দাম বাড়ছে, এতে নিত্যপণ্য আমাদের নাগালের বাইরে চলে গেছে।’ অন্য বছর রোজার আগে বাজার থাকে জমজমাট। তবে এবার ক্রেতাসংখ্যা কম। অন্যদিকে দাম যা বাড়ার তা আগেই বেড়ে গেছে। দামের সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে ওঠা ক্রেতাও এখন কম পরিমাণে পণ্য কিনছেন। এক বিক্রেতা বলেন, বাজারে ক্রেতা নেই বললেই চলে। সবকিছুর দাম বেশি হওয়ায় ক্রেতারা তেমন একটা কেনাকাটা করছেন না।
 
এদিকে হঠাৎ করে দেশি পেঁয়াজের কেজি ৩৫ টাকা থেকে ৪০ টাকায় ঠেকেছে। আর আমদানি বন্ধ থাকায় ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা পার করেছে। তবে দাম বাড়ার কারণ জানেন না বিক্রেতারা। এক পেঁয়াজ বিক্রেতা বলেন, ‘দাম কেন বেড়েছে, জানি না। তবে এখন বেশি দামে কিনতে হচ্ছে বিধায় বেশি দামে বিক্রি করছি।’
 
অন্যদিকে নিত্যপণ্যের বাজারের এমন বাস্তবতায় অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ১৯ মার্চ সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স-এর ষষ্ঠ সভা শেষে তিনি বলেন, ‘প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে মুরগির দাম নির্ধারণ করে দিতে হবে। যে মুরগির উৎপাদন খরচ এত টাকা ও এত টাকায় বিক্রি করতে হবে। তাহলে ভোক্তা অধিকার সেটি ধরে বাজার তদারকি করবে। তাছাড়া যেকোনো ধরনের কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে।’ 
দেশকণ্ঠ/রাসু

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।