দেশকন্ঠ প্রতিবেদন : যশোরের পূর্ব বারান্দিপাড়া থেকে মণিহার প্রেক্ষাগৃহ হয়ে মুড়লি মোড় পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে চার বছর ধরে। এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আগামী ২৩ জুন। অথচ তৃতীয় দফায় মেয়াদ বাড়িয়েও ১২৫ কোটি টাকার এই প্রকল্পটির কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ। মেয়াদের বাকি ৩ মাসের মধ্যে অবশিষ্ট ৫৫ শতাংশ কাজ শেষ হবে না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এই তিন কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার যানবাহন দেশের ১৮টি রুটে যাতায়াত করে থাকে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, মনিহার থেকে মুড়লি মোড় পর্যন্ত প্যাকেজ-১ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের ১ অক্টোবর। কিন্তু গত চার বছরেও এ কাজ শেষ হয়নি। প্রথম দফায় কাজ শেষের মেয়াদ ছিল ২০২১ সালের ৩১ ডিসেম্বর, দ্বিতীয় দফায় মেয়াদ বৃদ্ধি করা হয় ২০২২ সালের ২৫ ডিসেম্বর, এরপর সর্বশেষ মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৩ সালের ২৩ জুন পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ দীর্ঘ সময় অতিবাহিত হবার পরেও উন্নয়ন কাজে দেখা দিয়েছে ধীরগতি, ফলে স্থানীয়দের কষ্ট লাঘব হচ্ছে না।
দেশকন্ঠ/অআ