কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল নয়টায় কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ,আনসার, ফায়ারসার্ভিস, ক্যাডেট ও স্কাউট সদস্যদের সমন্বয়ে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। এর আগে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, কালীগঞ্জ থানার ওসি মো.আনিসুররহমানসহ প্রমুখ ।
পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ বই তুলে দেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
দেশকণ্ঠ/আসো