দেশকন্ঠ প্রতিবেদন : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টা ১৫ মিনিটের দিকে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মহানগরের কোনাবাড়ির আমবাগ বাবুর্চি মোড়ের নছর মার্কেট এলাকায় আগুনের সূত্রপাত হয় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন। তিনি জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে কোনাবাড়ির আমবাগ বাবুর্চি মোড়ের নছর মার্কেট এলাকার ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী মানিক মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে বাবুল, মজিবুর, সানি, আকাশ রবিউল, জালাল, শাহাদত, গোলাম রাব্বি অ্যাক্সেসরিজ দোকান ও ঝুট গুদাম পুড়ে গেছে। এছাড়া আশপাশের কয়েকটি দোকানপাট আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশকন্ঠ/অআ