দেশকন্ঠ প্রতিবেদন : ঈদে নতুন পোশাকের সঙ্গে নতুন জুতা অপরিহার্য। পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা কিনতে পছন্দ করেন সবাই। তাই ক্রেতাদের আকৃষ্ট করতে রমজানেই বাড়তি অফার দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ড। অনলাইন কিংবা অফলাইন যেভাবেই কিনতে চান বিশেষ ডিসকাউন্ট, ক্যাশব্যাক বা গিফট ভাউচারের মতো বাড়তি অফারের ছড়াছড়ি। তারপরও জমজমাট বিক্রির অপেক্ষায় সময় গুণছেন অধিকাংশ জুতার দোকানিরা। রাজধানীর মৌচাক, মালিবাগ, শান্তিনগর, বসুন্ধরাসহ বিভিন্ন এলাকার ভাইব্রেন্ট, বাটা, এপেক্স, বোলিং, বে-সহ বিভিন্ন ব্র্যান্ডের জুতার দোকান ঘুরে বিক্রেতাদের কণ্ঠে এমন আক্ষেপের সুর শোনা গেছে।
কালো, চকোলেট, অ্যান্টিক, সোনালী, রুপালী, মেরুন, টার্কোয়েজ, সাদা ও বেনসন কালারের জুতা-স্যান্ডেল ক্রেতাদের বেশি পছন্দ। এখনো কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না বলেই দাবি করলেন তারা। পাদুকা শিল্পে দেশের সবচেয়ে বড় বহুজাতিক কোম্পানি বাটা। সারা দেশে ২৪০টি শোরুম রয়েছে। ঈদ উপলক্ষ্যে বাটায় চলছে ১০ থেকে ২০ শতাংশ ক্যাশব্যাক অফার। মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদের ক্রয় করলে ২০০ টাকা পর্যন্ত কুপন এবং ঢাকা ব্যাংক, এমটিবি ও প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ডে ক্রয়ে ক্রেতা পাচ্ছেন ১০ শতাংশ, আর ইউসিবিএল ও ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পেমেন্টে ক্রেতা পাচ্ছে ১৫-২০ শতাংশ অফার।
দেশকন্ঠ/অআ