- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : জেলায় কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন। দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিনামূল্যে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের বামনডাঙ্গা কমিউনিটি ধান ব্যাংকের সম্মেলন কক্ষে দাতা সংস্থা সংহতির সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় ওই কমিউনিটি ধান ব্যাংকের সাধারণ সম্পাদক অলকা রানী রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন পলাশবাড়ি ইউপির সংরক্ষিত নারী সদস্য সুফলা রাণী রায়, ইউএসএস এর প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ওমর ফারুক, বামনডাঙ্গা কমিউনিটি ধান ব্যাংকের অর্থ সম্পাদক বিনোদিনী রাণী রায় প্রমুখ।
ইউএসএস এর প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ওমর ফারুক জানান, দাতা সংস্থা সংহতির সহযাগিতায় উদ্যোক্তা তৈরীতে বিনামূল্যে ১৫ জন নারীর সেলাই প্রশিক্ষণের আয়োজন করে ইউএসএস। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা