- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : দেশে চলতি মাসে তীব্র কালবৈশাখী ঝড়-বৃষ্টি, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ এবং আকস্মিক বন্যা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি কালবৈশাখী হতে পারে। এছাড়া তীব্র কালবৈশাখী হতে পারে ১ থেকে ২ দিন।
এপ্রিল মাসের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য।
এপ্রিলে বঙ্গোপসাগরে ১ থেকে ২ বার লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এছাড়া দেশে দুই থেকে তিনটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। স্বাভাবিক থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
নদ-নদীর অবস্থা: এপ্রিলের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনার প্রেক্ষিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্তিতি সৃষ্টি হতে পারে। অন্যত্র দেশের সকল প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে।
কৃষি আবহাওয়া : এপ্রিল মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.০০-৫.০০ মি.মি এবং গড় সূর্য কিরণকাল ৫.৫০-৭.৫০ ঘণ্টা থাকতে পারে।
দেশকন্ঠ /এআর
পথরেখা : আমাদের কথা