• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
    ৬ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ০৯:৩৬

রেকর্ড পরিমাণ জমিতে হাইব্রিড ধান চাষ

দেশকণ্ঠ প্রতিবেদক : উচ্চ ফলন এবং অধিক লাভের আশায় চলতি বোরো মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে হাইব্রিড ধান চাষ করছেন কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রাথমিক তথ্যে দেখা গেছে, চলতি মৌসুমে বোরো ধানের আবাদ প্রায় ৪ শতাংশ বেড়েছে। এ বছর মোট ৪৯ দশমিক ৯৯ লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১৪ লাখ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করা হয়েছে। যেটি রেকর্ড পরিমাণ এবং মোট বোরো ধানের প্রায় এক-তৃতীয়াংশ।
 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ১১ দশমিক ৩৬ লাখ হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ করা হয়। চলতি মৌসুমে সেটা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।দেশের অন্যতম বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, 'আমাদের জন্য এ বছরটা খুবই ভালো। বেশিরভাগ কোম্পানিই এ বছর ভালো ব্যবসা করেছে।'
 
ধারাবাহিকভাবে সপ্তম বছরের মতো কৃষক হাইব্রিড ধান চাষে আগ্রহ দেখিয়ে যাচ্ছে, সঙ্গে চাষের জমির পরিমাণও বাড়ছে। তুলনামূলকভাবে কম জমিতে উচ্চ ফলন পেতে হাইব্রিড জাতের ধানের চাষ করছেন কৃষক। বিবিএসের তথ্য অনুসারে, ২০১৫-২০১৬ অর্থবছর থেকে এ দৃশ্যপটে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করেছে। ওই বছর ৬ দশমিক ৮১ লাখ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করা হয়েছিল। ২০২১-২০২২ অর্থবছরের বোরো মৌসুমে কৃষকরা হাইব্রিড জাতের আবাদ থেকে ৫৩ লাখ টন ধান সংগ্রহ করেছে। এপ্রিল-জুন সময়কালে এসব ধান সংগ্রহ করা হয়। সংগৃহীত ধানের পরিমাণ ছিল ওই অর্থবছরের বোরো মৌসুমে সংগৃহীত ২ কোটি টনের এক চতুর্থাংশেরও বেশি। তবে জমির পরিমাণের দিক থেকে বোরো মৌসুমে আবাদ হওয়া মোট জমির এক-পঞ্চমাংশের বেশি জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করা হয়েছিল।
 
সুপ্রিম সিডের কবির বলেন, 'কৃষক সঠিকভাবে চাষাবাদের পদ্ধতি অনুসরণ করলে হাইব্রিড ধান ইনব্রিড জাতের তুলনায় ২০ শতাংশ বেশি ফলন দেয়। হাইব্রিড জাতের আবাদ বৃদ্ধির পেছনে এটি একটি বড় কারণ।' এ ছাড়া হাইব্রিড ধানের সরু চাল বাজারে ভালো দামে বিক্রি হওয়ার কারণে কৃষক চাষের প্রতি বেশি আগ্রহী হচ্ছেন বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির বলেন, 'মধ্যম আয়ের মানুষ মোটা চালের চেয়ে সরু চাল পছন্দ করেন এবং কোম্পানিগুলো গত ৫-৬ বছর ধরে এ জাতটি প্রবর্তন করেছে।'
 
হাইব্রিড ধান চাষের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে চীনা জাতের প্রবর্তন করা হয়। সিদ্ধ হওয়ার পর সেটা আঠালো হয়ে যেত। তিনি বলেন, 'এখন হাইব্রিড ধানের মান ভালো। আঠালো হয় অনেক কম। এ সব কারণে কৃষক হাইব্রিড ধান চাষে আগ্রহী হচ্ছে।' 
 
কবির বলেন, 'উচ্চ ফলনশীল জাতের তুলনায় হাইব্রিড চাষে খরচ বেশি না। বীজের দাম বেশি, তবে সেটা মোট খরচের ১০ শতাংশ।'
 
কৃষকদের বেশি সার প্রয়োগ করতে হয় উল্লেখ করে তিনি বলেন, 'তবে চাষ পদ্ধতি, মাটি ব্যবস্থাপনা এবং ফসল উৎপাদন ব্যবস্থা হাইব্রিড ধান চাষের ক্ষেত্রে প্রায় একই রকমের।'
 
তিনি বলেন, 'তবে ফলন ভালো হওয়ায় তারা সেটা পুষিয়ে নিতে পারেন।'
 
এসিআই এগ্রিবিজনেস ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী বলেন, 'ধানের দাম বৃদ্ধির ফলে কৃষক হাইব্রিড চাষে আরও বেশি বিনিয়োগে উৎসাহিত হচ্ছেন।' 
 
খাদ্য ও কৃষি সংস্থার দেওয়া মূল্য তালিকা থেকে দেখা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে এক কুইন্টাল বা ১০০ কেজি মোটা চালের পাইকারি দাম ছিল ৪ হাজার ৩২৬ টাকা। গত বছর যার মূল্য ছিল ৪ হাজার ১৫৫ টাকা। তিনি বলেন, 'আগামী আমন মৌসুমেও আমরা ভালো বিক্রি হওয়ার আশা করছি।'
 
সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক জানান, বীজ ব্যবসায় কোম্পানির সংখ্যা বেড়েছে। তিনি বলেন, 'এতে তাদের প্রচার-প্রচারণারও একটা প্রভাব পড়েছে।'
দেশকণ্ঠ/রাসু

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।