দেশকণ্ঠ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) : উত্তর রূপগঞ্জ-কালীগঞ্জ পানি উন্নয়ন ব্যবস্থাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অস্থায়ী কার্যালয় কলিঙ্গার পাম্প হাউজে ৭ এপ্রিল ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মাহফুজুর রহমানকে সভাপতি ও রিয়াজ উদ্দিন খানকে সাধারণ সম্পাদক করে নবনির্বাচিত কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার ওয়াহিদ হাসান।
নবনির্বাচিত কমিটির সভাপতি মাহফুজুর রহমান কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং কালীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি।
কমিটির সহ-সভাপতি শিহাবুল ইসলাম ভূইয়া, যুগ্ম সম্পাদক মো. সাহাবুদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ মো.ইউনুছ আলী ও সদস্যরা হলো মাহাবুবুল হক, সোহেল আরিফ, সাইফুল ইসলাম, শামসুন্নাহার বেগম, রিনা বেগম, শ্যামলী গমেজ ও সীমা রানী শর্মা। মাহফুজুর রহমান কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মো. মতিউর রহমান।
দেশকণ্ঠ/আসো