দেশকন্ঠ প্রতিবেদন : নানা ঘটনা আর আলোচনার মধ্য দিয়ে শেষ হলো ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। আজ (মঙ্গলবার) শেষ হলো অগ্রিম টিকিট বিক্রি। এদিন ২১ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। আর ১৫ এপ্রিল থেকে ঈদের ছুটি শেষে ফেরার টিকেট বিক্রি শুরু হবে। এদিকে ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ ঠেকাতে কমলাপুরে স্টেশনে বাঁশের বেড়া দিয়ে লাইন তৈরি করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, এবারের রেলওয়ের নতুন সংযোজন, ‘বিনা টিকিটে যাত্রী নয়’- এই সিদ্ধান্ত বাস্তবায়নে স্টেশন ঘিরে বাঁশের বেড়া দেওয়া হচ্ছে।
রেল কর্তৃপক্ষ বলছে, প্রতি বছরই ঈদযাত্রার ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী টিকিট ছাড়া ট্রেনে উঠেন। কামরার ভেতরে গাদাগাদি দাঁড়িয়ে যান বিনা টিকিটের যাত্রীরা। শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ও কেবিনেও ওঠে পড়েন তারা। ছাদে, ইঞ্জিনের সামনে, দরজায় দাঁড়িয়ে ভ্রমণ করেন বাদুর ঝোলা হয়ে। রেলের কর্মীরাও টাকা নিয়ে বিনা টিকিটের যাত্রী তোলেন। এতে টিকিটের যাত্রীরা পড়েন ভোগান্তিতে।
দেশকন্ঠ/অআ