- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : আগামী জুনের কোনো এক সময় নিজেদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে উন্মুক্ত করবে গুগল। প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংকে টেক্কা দিতে এ উদ্যোগ নিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিনটি। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, আগামী ১০ মে নিজেদের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে বহুল প্রত্যাশিত স্মার্টফোনটি বাজারে ছাড়ার দিনক্ষণ ঘোষণা করার পরিকল্পনা করছে গুগল।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের অঙ্গপ্রতিষ্ঠানটির আসন্ন পিক্সেল ফোল্ডের কোড নাম ‘ফেলিক্স’। ভাঁজযোগ্য এ স্মার্টফোনে সবচেয়ে টেকসই ডেটিং অ্যাপ হিঞ্জ থাকবে। গুগলের নতুন স্মার্টফোন কিনতে খরচ পড়বে ১৭০০ ডলার। যেখানে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ক্রয়ে ব্যয় হয় ১৭৯৯ ডলার। স্বাভাবিকভাবেই কোরীয় প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে মার্কিন কোম্পানিটি।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা