- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শান্তির বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার (২২ এপ্রিল) সকালে কলকাতার রেড রোডে ঈদ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেই অনুষ্ঠানে মমতা বলেন, 'সবাই শান্তিতে থাকুক। কারো প্ররোচনার কাছে নতি স্বীকার করবেন না। বিজেপি সরকার বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমি কোনোভাবেই বাংলায় অশান্তি সহ্য করব না।' দেশের সংবিধান ও ইতিহাস বদলে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন মমতা।
তিনি বলেন, 'গণতন্ত্র চলে গেলে সবকিছু চলে যায়। আজ দেশের সংবিধান ও ইতিহাস পাল্টে যাচ্ছে। যা খুশি করছে। এরপর তিনি এনআরসি আনার কথা বলেন। কিন্তু আমি সবকিছু ঘটতে দেব না। আমি মাথা নত করব না। বিশ্বাস রাখ, আমরা লড়াই করব, ভয় পাব না।' সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আরও বলেন, 'কেউ যদি মনে করে মুসলিম ভোট ভেঙ্গে যাবে, তাহলে তা সম্ভব নয়। বিজেপি বিভাজনের রাজনীতি করে। এবং একটি জাইর লাট লোকসভা নির্বাচন। সরকারে কারা থাকবেন তা ঠিক করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনে সবাই এসে ভোট দেবেন।'
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা