- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : ঈদের দিন বিকেলে বৃষ্টি পড়েছে রাজধানী ঢাকায়। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার আকাশ কালো করে মেঘ জমে। এরপর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। এতে টানা কয়েক দিনের প্রচণ্ড গরমের পর নগরবাসী কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছে। এর আগে গতকাল শুক্রবার প্রায় একই সময়ে বৃষ্টি হয়েছিল রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর ঈদের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হবে তার পূর্বাভাস দিয়েছিল। সেই অনুযায়ী, দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। রাজধানীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল ২ এপ্রিল। এর ১৯ দিন পর রাজধানীবাসী শুক্রবার বৃষ্টির দেখা পায়।
কম করে হলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীর মিরপুর-১০, আদাবর, শ্যামলী, আগারগাঁও, মগবাজার, ভাষানটেক, ফার্মগেট, কারওয়ান বাজার, লক্ষ্মীবাজার, তাঁতীবাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।এপ্রিল মাসের শুরু থেকেই দেশে তাপ প্রবাহ বইতে শুরু করে। দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপ প্রবাহ শুরু হয়। তবে গত বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা