দেশকণ্ঠ প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ ও ৩ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন ২২ এপ্রিল আনুমানিক সোয়া ১২টার দিকে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কাজী সিয়াম (২২) নামে এক আরোহীর মৃত্যু হয় ও চালক আহত হয়। অপর মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহত সিয়াম বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মৃত রুহুল আমিনের পূত্র। সে টঙ্গিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করত।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জেসিলি ঘোষ মুনমুন জানান, হাসপাতালে আনার আগেই নিহতের মৃত্যু হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দেশকণ্ঠ/আসো