দেশকন্ঠ প্রতিবেদন : সাধারণ দিনগুলোতে রাজধানী ঢাকা হলো যানজটের শহর। বাসে কিংবা অন্য কোনো বাহনে ২০-৩০ মিনিট দূরত্বের পথ যেতে লাগে কখনো ঘণ্টা আবার কখনো ২ ঘণ্টা। অসহনীয় যানজটের মধ্যে নিজেদের মানিয়ে নিয়েছেন এ শহরের বাসিন্দারা। তবে এতো যানজট ও ঝামেলার মধ্যে বছরে দুই থেকে তিন বার ফাঁকা রাস্তার আনন্দ উপভোগ করতে পারেন রাজধানীবাসী। এ উপলক্ষগুলোর মধ্যে অন্যতম দুই ঈদ। শনিবার (২২ এপ্রিল) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদকে কেন্দ্র করে রাজধানীর অধিকাংশ বাসিন্দা এ শহর ছেড়েছেন নাড়ির টানে। ফলে কার্যত ঈদের দিন থেকে ঢাকা ফাঁকা। রোববার (২৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিনেও এ শহর আরও ফাঁকা হয়েছে। আর ঈদকে কেন্দ্র যারা ঢাকা ছাড়েননি তারা এখন চিরচেনা যানজটের শহরকে ভুলে গিয়ে ফাঁকা রাস্তায় ঘোরাঘুরির আনন্দ উপভোগ করছেন।
রোববার রাজধানীর নতুন বাজার, বাড্ডা, বাড্ডা লিংক রোড, রামপুরা, পল্টন, শাহবাগ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকা ঘুরে ফাঁকা ঢাকার এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, রাজপথ থেকে অলিগলি এখন ফাঁকা। রাস্তায় মাঝে মধ্যে কয়েকটি বাস দেখা গেলেও ফাঁকা ঢাকায় গণপরিবহনের সংকট রয়েছে। তবে রাস্তায় সিএনজি অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকারের আধিপত্য দেখা গেলও এসব যানবাহনের সংখ্যা খুবই কম। ফাঁকা রাস্তায় অনেকের কাছে হয়ত চেনা গন্তব্য অচেনা মনে হবে। কারণ রাস্তায় আর সেই চিরচেনা যানজটের রূপ নেই। আগে যে রাস্তায় দিয়ে গন্তব্যে যেতে লাগত ১-২ ঘণ্টা তা যাওয়া যাচ্ছে মাত্র ১৫ মিনিটে।
দেশকন্ঠ/অআ