- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে আগামীকাল (মঙ্গলবার) টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ দিনের এই সফরে প্রথমে তিনি জাপানে যাবেন। এরপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে যাবেন শেখ হাসিনা। চার দিনের জাপান সফরের প্রথম দিন বুধবার বিকালে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দপ্তরে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে। এসময় পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঢাকা-টোকিও ৩টি সমঝোতা স্মারক ও ৭টি চুক্তি সইয়ের কথা রয়েছে। এছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে টোকিও থেকে ২৮ এপ্রিল ওয়াশিংটন যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ১ মে সংস্থার সদর দপ্তরে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সর্ম্পকের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এ সফরে বিশ্বব্যাংকের সঙ্গে অন্তত ১২৫ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তি হতে পারে। এরপর ৪ মে পাঁচ দিনের সফরে যাবেন লন্ডনে। ৬ মে যুক্তরাজ্যের নতুন রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ১৫ দিনের সফর শেষে ৯ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা