- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : একের পর এক নতুন আপডেট আনছে হোয়াটস অ্যাপ। এমনিতে হোয়াটস অ্যাপ আপনার ফোনে রেখে পিসিতে লিংক করা যায় সহজেই। অন্তত চারটি ব্রাউজারে বা পিসিতে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট লিংক করা যেতো। কিন্তু একই সময়ে একাধিক ফোনে ব্যবহারের সুবিধা ছিল না। খুশির খবর হলো তা-ও সম্ভব হচ্ছে।হোয়াটস অ্যাপের নতুন আপডেটে অন্য ফোনেও আপনার হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সিকিউরিটিতেও কোনো ঘাটতি হবে না।
মূলত অন্য চারটি ডিভাইসকে সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। মূল ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট ও সেকেন্ডারি ডিভাইসের ওপর নিয়ন্ত্রণ থেকে যাবে। এমন ফিচার ব্যবহারের পদ্ধতিটাও সহজ। হোয়াটস অ্যাপ ওয়েবের মতো করেই ব্যবহার করতে পারবেন। প্রথমে ব্যবহারকারীকে একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করা কোডটি অন্য ফোনে সংযুক্ত হবে। হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ জানাচ্ছে এটি একটি ওটিপি বেজড সিস্টেম হবে৷ নতুন এই ফিচার থাকায় কারো মূল ডিভাইসে চার্জ শেষ হয়ে গেলে অন্য ডিভাইসেও এখন ব্যবহার করা যাবে। এছাড়া আরও অনেক ক্ষেত্রেই এটি কাজে আসবে বলে ধারণা।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা