- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : ঈদ পরবর্তী তিন কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসইতে আজ সর্বোচ্চ লেনদেনের পরিমাণ ছিল ৭৬৫ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের পর বাজারে ক্রেতা বেড়েছে। তাতে নতুন বিনিয়োগ আসছে। তাই শেয়ারের দাম ও লেনদেন উভয়ই ঊর্ধ্বমুখী। গত তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। এর মধ্যে আজ সূচক বেড়েছে প্রায় ৩ পয়েন্ট।
বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে হাতবদল হওয়া শেয়ার ও ইউনিটের পরিমাণও। ঢাকার বাজারে আজ ১১ কোটি শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে। আর এদিন নিষ্পন্ন হওয়া ক্রয়াদেশ বা হাওলা সংখ্যাও বেড়ে দেড় লাখ ছাড়িয়েছে। এর আগে সবশেষ ২৫ জানুয়ারি ঢাকার বাজারে ক্রয়াদেশ বা হাওলা সংখ্যা ছিল ১ লাখ ৫৩ হাজার।ডিএসইতে আজ ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। তার মধ্যে প্রতিদিনের মতো দাম অপরিবর্তিত থাকা কোম্পানির সংখ্যাই বেশি, সেটি ২১২টি। যেসব শেয়ারের দাম নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে, সেগুলোর দামই মূলত অপরিবর্তিত থাকছে। এর বাইরে লেনদেন হওয়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪টির আর কমেছে ৭২টির।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা