দেশকণ্ঠ ডেস্ক : ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে পরাজিত করার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি হোটেলে দেওয়া ভাষণে রিপাবলিকান দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন।
ডেমোক্রেটিক দলের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার টুইটারে এ ঘোষণা দেন তিনি। বাইডেন সতর্ক করে বলেছেন, গতবারের মতো আগামী নির্বাচনও হবে আমেরিকার আত্মার জন্য লড়াই। প্রার্থিতার বিষয়ে বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর ট্রাম্প তাঁর প্রথম নির্বাচনী প্রচারে মার্কিনদের সতর্কবাণী শুনিয়েছেন। ট্রাম্প বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যদি জয়ী হয়ে হোয়াইট হাউসে ফিরতে না পারেন, তাহলে যুক্তরাষ্ট্র ‘অরাজকতার’ মধ্যে পড়বে।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। তবে ২০২০ সালের নির্বাচনে তিনি বাইডেনের কাছে পরাজিত হন। গত বছরের নভেম্বরে ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দুবার অভিশংসিত হন। এখন তিনি নানা আইনি ঝামেলার মধ্যে আছেন।
গতকাল ম্যানচেস্টারের হোটেলে ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় দেড় হাজার সমর্থক জড়ো হন। সমর্থকদের সামনে ট্রাম্প বলেন, এ নির্বাচনে ভোটারদের সামনে পছন্দের যে বিকল্প দাঁড়িয়েছে, তা হলো শক্তিমত্তা বা দুর্বলতা, সাফল্য বা ব্যর্থতা, নিরাপত্তা বা নৈরাজ্য, শান্তি বা সংঘাত, সমৃদ্ধি বা বিপর্যয়। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০২৪ সালের ৫ নভেম্বরের ভোটে তাঁরা জো বাইডেনকে পরাজিত করতে যাচ্ছেন। তাঁরা তাঁদের অসমাপ্ত কাজ শেষ করতে যাচ্ছেন।
নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু গত রোববার এনবিসিকে বলেছেন, রিপাবলিকানরা এমন একজনকে চান, যিনি ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে জিততে পারেন। ট্রাম্প একজন হেরে যাওয়া ব্যক্তি।
দেশকণ্ঠ/ আসো