- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : দেশের মানুষ সুখে থাকা সত্ত্বেও বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দেশীয় সাহেবরা বিদেশিদের কান ভারী করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা নাকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দেশের মানুষের ভাগ্য নিয়ে নালিশ করেছে। দেশের মানুষ সুখে থাকা সত্ত্বেও তারা নালিশ করে। এ দেশের মানুষ নাকি কষ্টে আছে, অত্যাচারে আছে! কই কষ্ট, কই অত্যাচার? ৩০ এপ্রিল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি. আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ঋণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীন নাগরিক। স্বাধীনতার মূল উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই আদর্শেই দেশের জনগণের ভবিষ্যত জনগণ নিজেরাই নির্ণয় করবে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ণয় করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে মার্যাদার জায়গায় আসন গ্রহণ করেছে। বাংলাদেশ এখন সবার কাছে উন্নয়নের রোল মডেল। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। শেখ হাসিনার এই অবদানের কারণেই 'মাদার অব হিউম্যানিটি' বলা হয়ে থাকে।
আনিসুল হক বলেন, ২০০৬ সালে বিএনপি যখন চলে যায়, তখন বাজেটের পরিমাণ ছিল ৬৫ হাজার কোটি টাকা। এখন শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বাজেট হচ্ছে ৬ লক্ষ কোটি টাকার উপরে। এগুলো ঋণ বা অনুদানে নয়, দেশের মানুষের টাকায় হয়ে থাকে। ব্যাংক থেকে পাওয়া ঋণের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা